রাজস্থানে আঘাত আনলো উল্কার ধাতব খন্ড?
ধাতব উল্কা হঠাৎ শব্দ এমন শব্দে রীতিমত অবাক হয়েযান সাধারণ মানুষ। কীসের শব্দ এটি…! অনেকেই ঘর থেকে বেরিয়ে খোঁজ করতে শুরু করে। চোখে পড়ে বিশাল একটি গর্তের। স্থানীয় মানুষজন জানাচ্ছেন, মাটির মধ্যে বিরাট গর্ত তৈরি করে পড়ে রয়েছে ধাতব একটি বস্তু। আর তা থেকে বের হচ্ছে ধোঁয়া। হঠাত এমন দৃশ্যে রীতিমত চমকে উঠেছেন রাজস্থানের জালোর জেলার সাঞ্চোরের বাসিন্দারা। স্থানীয় মানুষজন জানিয়েছেন, বিশাল আকার এই ধাতববস্তুটি আকাশ থেকে উড়ে এসে পড়েছে। আর তাঁর গতিবেগ এতটাই ছিল যে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে বিশাল গর্ত হয়ে যায়। ধাতব বস্তুটা একেবারে ঢুকে যায় ভিতরে। ধাতুর বস্তুটি প্রচণ্ড গরম ছিল। তার আঘাতে মাটিতে ৪-৫ ফুট গর্ত হয়ে যায়। কিন্তুু আকাশ থেকে উড়ে এসেছে পড়েছে রহস্যময় বস্তু! এই খবর গোটা জেলাতে চাউর হতেই তীব্র আতঙ্ক তৈরি হয়ে যায়। বহু মানুষ জন জোড়ো হন। খবর দেওয়া হয় পুলিশে। জানা গিয়েছে, ধাতব গোলাকার বস্তুটি পুলিশ উদ্ধার করে নিয়ে গিয়েছে। প্রায় ২ কিলো ৮০০ গ্রাম ওজনের হবে বস্তুটি। আপাতত সেটিকে একটি ঠান্ডা জলের পাত্রে রেখে দেওয়া হয়। ঘটনাস্থলে যান জোধপুর বিশ্ববিদ্যালয়ের বি...
আমি খুবই গর্বিত হবো যদি আমি আপনাদের পেজে কাজ করতে পারি তো
উত্তরমুছুন